June 5, 2023, 5:12 am
আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার বেলা ২ টায় ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২, আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা আল-আমিনের ব্যক্তিগত উদ্যোগে মাহমুদপুর ইনিয়নের গহরদীর উত্তরপাড়া এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় দূরত্ব বজায় রাখা হয়। উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান আমান উল্যাহ আমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফর আলী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সবুজ ও সাধারণ সম্পাদক শাকিল সহ আওয়ামী লীগের স্থানীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।
এমপি নজরুল ইসলম বাবু বলেন, মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের হতদরিদ্র পরিবারগুলোকে খাদ্যসামগ্রী প্রদান করা সহ বিভিন্ন সহযোগিতা দেওয়া হচ্ছে। সমাজের বিত্তবানদের প্রতি আমি আহবান করব। আপনারাও ছাত্রলীগ নেতা আল-আমিনের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ান। ছাত্রলীগ নেতা আল-আমিন বলেন, এমপি নজরুল ইসলাম বাবুর নির্দেশে আমি নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের সহযোগিতার সমাজের বৃত্তবানরা এগিয়ে আসুন।
Leave a Reply