আদালত প্রতিবেদকঃ বিএনপি সমর্থীত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনিত প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম মুক্তা একান্ত সাক্ষাতে নির্বাচন প্রসঙ্গে বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এ নির্বাচনে দারিয়েছে আমি আশাবাদী আমাকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন কে তরাম্বিত করবে সাধারম আইনজীবীরা।
তিনি আরও বলেন আমি এর পূর্বে ২০১৮- ১৯ইং বার সমিতির নির্বাচনে আইন ও মানবাধিকার সম্পাদক পদে আইনজীবীরা বিপুল ভোটে নির্বাচিত করেছিলো বিধায় ডিজিটাল বার ভবন নির্মানে মতামত প্রকাশ করে জুয়েল – মহোসিন পরিষদে সমর্থন প্রদান করেছিলাম। তা আমি মনে করি এবারও আইজীবিরা আমাকে নির্বাচিত করবে। বার ভবনের উন্নয়নে কাজ করেছি মৃত্যুর আগ পযর্ন্ত তাদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবো।
আইনজীবি সমিতির হয়ে কাজ করতে চাই যদি তারা আমাকে সে সুযোগ দেয়। আমার প্রতি আইনজীবি ভাইদের ভালোবাসা আছে থাকবে কোনো অপশক্তি আমাকে পিছপা করতে পারবে না। আমি ন্যায়ের পক্ষে আন্দোলন করে যাবো, আমি সহ আইনজীবি ফোরামের প্যানেল বিজয়ী হলে আইনজীবিদের স্বার্থের কথা সবসময় চিন্তা করে কাজ করবো, আমি সকলের দোয়া এবং তাদের মূল্যবান ভোট প্রার্থনা করছি।
Leave a Reply