November 30, 2023, 7:46 am
নারায়ণগঞ্জের খবরঃ একাদশ জাতীয় সংসদের তৃতীয় এবং চলতি বছরের বাজেট অধিবেশন শুরু হবে মঙ্গলবার বিকেল ৫টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৩ মে এ অধিবেশন আহ্বান করেন।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, বাজেট অধিবেশনে আগামী ১৩ জুন বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে। এরই মধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশের এ তারিখ ঘোষণা দিয়েছেন। তাই বাজেট অধিবেশন হিসেবে সংসদের তৃতীয় অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয় গত ৩০ এপ্রিল। ওই অধিবেশন গত ২৪ এপ্রিল শুরু হয়ে পাঁচ কার্যদিবস পর্যন্ত চলে। দ্বিতীয় অধিবেশনে তিনটি সরকারি বিল পাস হয় এবং একটি বিল উত্থাপন করা হয়।
এ ছাড়া ওই অধিবেশনে সংসদ কার্যপ্রণালি বিধির ১৪৭(১) বিধিতে সাধারণ আলোচনা শেষে সন্ত্রাস-যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। গত বছরের ৭ জুন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের জন্য চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পেশ করেছিলেন।
Leave a Reply