শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ প্রতিবন্ধিকতা অতিক্রম করেই ভাল কাজ করতে হবে মন্তব্য করে জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আনোয়ার হোসেন বলেছেন, ভাল কাজ করতে গেলে বাধা আসবে। সমাজে ভালো মানুষের সংখ্যা বেশী, মন্দ মানুষের সংখ্যা কম। ভাল মানুষগুলো ঐক্যবদ্ধ হলে মন্দ মানুষগুলো পালানোর পথ খুঁজে পাবে না। ভালো মানুষগুলোকে সংগঠিত হতে হলে পঞ্চায়েত ব্যবস্থার কোন বিকল্প নেই। তিনি বলেন,মন্দ মানুষকে সমাজের কিছু প্রভাবশালীর সমর্থন পেয়ে এরা আরো বেশী ভয়ংকর হয়ে ওঠে। কিন্তু অপরাধীরা সব সময়ই দুর্বল। তিনি বলেন, আমি সন্ত্রাসী,চাঁদাবাজকে প্রশ্রয় দেই না। আমার কোন বাহিনী নেই। আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই। মানুষের কল্যাণে কাজ করতে হলে আমার সন্ত্রাস,চাঁদাবাজের প্রয়োজন নেই।
শুক্রবার বিকেলে ফতুল্লা দাপার শিয়াচর পঞ্চায়ের কমিটি গঠন এবং কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদকের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়ে আনোয়ার হোসেন বলেন, মাদক আমাদের বর্তমান প্রজন্মকে ধংস করে দিচ্ছে। সমাজের প্রতিটি স্তরে মাদক প্রবেশ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে মাদক নিমূর্ল করা সম্ভব নয়, মাদক নিমূর্ল করতে হলে প্রতিটি এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান ও পুলিশ সুপারও মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে উল্লেখ করে আনোয়ার হোসেন বলেন, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাশপাশি আপনারাও মাদক বিরোধী জিহাদে অংশ গ্রহন করে মাদক নিমূর্লে সোচ্চার হোন।
পঞ্চায়েত কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা হাজী ফরিদ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক জাহাঙ্গীর সাউদ, ফতুল্লা ইউপি ১ নং ওয়ার্ড মেম্বার মোঃ হাসমত আলী, ফোরকান গাজী, হাজী শহিদুল্লাহ সরকার, মোঃ জাহাঙ্গীর আলম, শেখ মোঃ মনির হোসেন, মাসুম, নূর হোসেন, সোহেল আহমেদ, ইউনুস মাস্টার, রেফায়েত উল্লাহ্ মাস্টার, মোস্তাঈদ খান।
Leave a Reply