নারায়ণগঞ্জের খবর: কুতুবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন হাওলাদারের বিরুদ্বে এবার ফেরদৌস আল মিঠু নামের এক যুবককে হত্যা করার হুমকী দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী যুবক ফেরদৌস আল মিঠু নিজেকে মুক্তিযুদ্ব প্রজন্ম লীগের নেতা দাবী করে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি পত্রিকা অফিসে লিখিত বক্তব্য তুলে ধরপ সাংবাদিকদের বলেন আলাউদ্দিন হাওলাদারের তাকে হত্যা করার হুমকী প্রদান সহ তার বিরুদ্বে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
এ বিষয়ে সন্ধ্যায় মুঠোফোনে তিনি বলেন,কুতুবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন হাওলাদার ত্রান দেবার জন্য তার নিকট থেকে কিছু দরিদ্র পরিবরারের সদস্যদের ভোটার আইডি ফটোকপি নিয়ে যায়।কিন্তু বেশ কিছুদিন গত হওয়ার পর ও ত্রান পায়নি তখন আইডি কার্ড প্রদানকারীরা ত্রান না পাওয়ার বিষয়টি আলাউদ্দিন হাওলাদারকে অবগত করে না পাওয়ার কারন জানতে চাইলে সে তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা সহ গলা ধাক্কা দিয়ে তার ব্যক্তিগত কার্যালয় থেকে বের করে দেয়।এ ঘটনায় একাধিক অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।এতে তিনি আমাকে দোষারোপ করে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের নিকট দেয়া গত ১৪ তারিখে একটি সাক্ষাৎকারে শেষের দিকে তিনি বলেন ” আমি হাওলাদার ইচ্ছে করলে ওকে( ফেরদৌস আল মিঠু) বাসা থেকে তুলে এনে শায়োস্তা করতে পারি।”তিনি আরো বলেন এ বিষয়টি তিনি এক ফেইজবুক ব্যবহারকারীর টাইম লাইনের ভিডিও দেখে অবগত হয়েছেন।
অপরদিক কুতুবপুর ইউনিয়নের মেম্বার আলাউদ্দিন হাওলাদার বলেন, ফেরদৌস আল মিঠুর আনিত অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। আমি যদি ওকে কোনো প্রকার হুমকী দিয়ে থাকি তাহলে প্রমান দেখাতে বলুন। তাছাড়া মনমালিন্য হলে একজন আরেকজনের বিরুদ্বে মিথ্যে কথা বলে। আমি এ ব্যাপারে আমি জিডি করেছি।
Leave a Reply