October 4, 2023, 12:46 am
আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে শুক্রবার স্থানীয় খাগকান্দা নৌ-পুলিশ ফাঁড়ির তৎকালিন ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাসির সিরাজী হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি আলাল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় বদলপুর এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে।
সম্প্রতি তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালত থেকে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহীদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় একটি ফামের্সী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, ২০১১ সালের ১৬ জুন দিবাগত রাতে মেঘনা নদীতে ট্রলার থেকে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দান, জখম এবং এসআই হত্যার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলায় ৪৬ জনের নাম উল্লেখ্যকরা সহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছিল।
Leave a Reply