December 9, 2023, 11:55 am
আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে শহীদ প্রেন্সিডেন্ট জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। আজ বৃহম্পতিবার বিকাল ৩টায় উপজেলার রাইনাদী কলাগাছিয়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা বিএনপির নেতা আজিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-২, আসনের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খাঁন আঙ্গুর বলেন, শহীদ প্রেন্সিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রর্বতক। তিনি মানুষের ভোটের অধীকার প্রতিষ্ঠিত করে গেছেন। কিন্তু শেখ হাসিনার সরকার পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসে বারবার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না। গরীবের ত্রাণ সামগ্রী লুটপাট করছে ক্ষমতাসীন দলের কিছু নেতাকর্মী। তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। সরকারের চিকিৎসা ব্যবস্থায় দুর্বলতা রয়েছে।
এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে ও করোনা ভারাইস থেকে মানুষকে মুক্ত করতে বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত ছিলেন থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন মোল্লা, থানা পরিবহন শ্রমিক দলের সভাপতি সিরাজ, জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মাহবুব মোল্লা, থানা ছাত্রদলের সাবেক সভাপতি শামীম হোসেন, আড়াইহাজর পৌরসভা শ্রমিকদল নেতা নজরুল ইসলাম, বিএনপির নেতা জাহাঙ্গীর আলম, উচিতপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি আল-আমিন মোল্লা, যুবদল নেতা মাসুদ বাবু মোল্লা, শাহআলম, নজরুল ও নুরুল হক ডালিম প্রমুখ।
Leave a Reply