October 3, 2023, 11:14 pm
আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গতকাল বৃহম্পতিবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন আরো চার জন। এরা হলো স্থানীয় চামুরকান্দী এলাকার মৃত মহিজ উদ্দিনের ছেলে আলম মোল্লা (৩৭), পাঁচবাড়িয়া এলাকার নুরুল হকের ছেলে রিয়াদ (২৬), ব্রাহ্মন্দী এলাকার মনসুর আলীর ছেলে আনোয়ার (৪৫) ও বিশ্বনন্দী এলাকার জহিরুলের মেয়ে বৈশাখী (১৪)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা শনাক্ত করা হয়েছে সাত জনকে। স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জুলাই প্রথম এ রোগে আক্রান্ত ভর্তি হয়ে ছিলেন তিনজন। তবে একজন এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্য দুইজন এখনো চিকিৎসা নিচ্ছেন। এ তথ্য নিশ্চিত করে টিএইচও ডা. হাবিব ইসমাইল ভূঁইয়া বলেন, এ পর্যন্ত সাত জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি আরো বলেন, তবে বর্হিবিভাগে ১৫ থেকে ২০জন রোগী শনাক্ত করা হয়েছে। তারা স্থানীয় বিভিন্ন সেবা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।
Leave a Reply