June 7, 2023, 5:53 am
আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে পড়ে জুনায়েদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১টার দিকে তাকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সে স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের সরদাসী এলাকার ছগীর আহমেদের ছেলে।
দুপুর ১২টার দিকে সে হঠ্যাৎ নিখোঁজ হয়। জরুরি বিভাগে কর্মরত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আশরাফুল আমীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যের পরিবারের লোকজন জানিয়েছে সে দুপুর ১২টার দিকে হঠ্যাৎ নিখোঁজ হয়ে পড়ে। পরে তাকে খোঁজখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। বাড়ির পাশে একটি পুকুরের পানিতে তার দেহ ভেসে উঠে।
Leave a Reply