September 27, 2023, 8:39 am
আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমিলা (৬০) নামে এক মানসিক প্রতিবন্ধির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। সে মারুয়াদী এলাকার মৃত আব্দল জব্বর আলীর স্ত্রী। শনিবার বিকালে স্থানীয় মারুয়াদী কবরস্থান থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে তিনি বাড়িতে ফিরেনি।
নিহতের মেয়ে গোল আক্তার জানান, তার মা জমিলা মানসিক প্রতিবন্ধী ছিলেন। শনিবার বিকালে স্থানীয় মারুয়াদী কবরস্থানে পড়ে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরিরের অধিকাংশই শিয়ালে খেয়ে ফেলেছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানাতে পারেনি তিনি। শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে তিনি বাড়িতে ফিরেনি। ঘটনাস্থল থেকে ফিরে আড়াইহাজার থানার এসআই রাজু আহম্মেদ বলেন, অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়ে তা জানাতে পারেনি তিনি।
Leave a Reply