September 27, 2023, 7:34 am
আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃদ্ধা আমিনা বিবিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের একমাত্র মেয়ে আয়না বিবি বাদী হয়ে রোববার বিকালে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। মামলার বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, ঘাতকদের শনাক্ত করার সর্বাত্মক চেষ্টা চলছে। তবে দ্রুততম সময়ের মধ্যেই তাদের আইনের আওতায় আনা হবে।
এদিকে নিহতের মেয়ে আয়না বিবি জানান, আমিনা বিবি তার বাবার বাড়ি উলুকান্দীতে একাই বসবাস করতেন। রাত ৩টার দিকে কে বা কারা তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহে আগুন ধরিয়ে পালিয়ে যায়। তার কান, নাক, গলা ও হাতে থাকা স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে। আমি খুনীদের দ্রæত গ্রেপ্তারসহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
Leave a Reply