October 3, 2023, 11:15 pm
আড়াইহাজার প্রতিনিধি: পুলিশ পৃথক অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকসহ তিন ব্যক্তিকে আটক করেছে। এরা হলো স্থানীয় হাটখোলা এলাকার মানিক মিয়ার ছেলে জুম্মুন (২৪), একই এলাকার নুরু মিয়ার ছেলে মোকবল হোসেন (২৮) ও কালিয়াপাড়া এলাকার আব্দুল বাছেদ মিয়ার ছেলে মানিক (২৫)।
তাদের প্রত্যেকের বিরুদ্ধে পৃথক মামলা শেষে সোমবার সকালে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে অভিযান চালিয়ে উপজেলা বিভিন্ন এলাকা থেকে তাদের মাদকদ্রব্যসহ আটক করা হয়। আটক জুম্মুনের কাছ থেকে ১০ পিস ইয়াবা, মানিকের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও মোকবলের কাছ থেকে ১০ পিস ইয়াবা (ট্যাবলেট) উদ্ধার করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply