June 9, 2023, 5:49 am
আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যাটারি চালিত রিকশা ও ছ্যালো ইঞ্জিন চালিত টেক্সটাইল মিলের ভিম ভর্তি ভটভটির মধ্যে মুখোমুখী সংঘর্ষের ঘটনায় আলী আজগর (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি স্থানীয় শালমদী নয়াপাড়া এলাকার ওসমান গণির ছেলে এবং দুর্ঘটনা কবলিত রিকশার চালক। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
শনিবার বেলা সাড়ে ১০টার দিকে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে। এর আগে স্থানীয় ফতেপুর ইউপির বগাদী ও কল্যান্দী সংযোগ সড়কের মোড়ে সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পরে দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই পুলিশ নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। নিহতের স্ত্রী রোকসানা জানান, ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে পুলিশের কাছে লিখিতভাবে আবেদন করার পর পুলিশ তার স্বামীর মরদেহ কাছে হস্তান্তর করে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিষয়টি প্রথমে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। পরে তারা পুলিশের কাছে লাশ ময়নাতদন্ত বিহীন হস্তান্তরের জন্য আবেদন করেন। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
Leave a Reply