শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
আড়াইহাজার প্রতিনিধি:
‘আড়াইহাজার রিপোর্টার্স ক্লাব’ নামে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিটি হ্যাকড করা হয়েছে। গত ১ মাস ধরে আইডিটি খোলা যাচ্ছে না। এ ঘটনায় আইডির এডমিন ও আড়াইহাজার রিপোর্র্টার্স ক্লাবের সভাপতি এম এ হাকিম ভূঁইয়া বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি সাধারণ ডাইরী করেছেন। যাহার নং- ৫১৬, তারিখ- ১৮-৬-২০২০ইং।
তিনি ডাইরীতে উল্লেখ করেন, বিগত দুই বছর পূর্বে হইতে আড়াইহাজার রিপোর্টার্স ক্লাব নামে ফেসবুক আইডি খোলিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করিয়া আসিতেছি। কিন্তু বিগত ১ মাস পূর্বে হইতে উক্ত আইডিটি কে বা কারা হ্যাকড করেছে। আমি উক্ত আইডিতে প্রবেশ করতে পারছি না। আমার আশঙ্কা উক্ত আইডি হইতে যে কোনো সময় রাজনৈতিক, রাষ্ট্রীয় ও ব্যক্তি বিরোধী পোস্ট বা ছবি আপলোড করে দুষ্টচক্র আমাকে হয়রানি করিতে পারে। এতে বভিষ্যত নিরাপত্তার জন্য ডাইরী ভুক্ত করা হলো।
Leave a Reply