December 1, 2023, 1:01 am
নারায়ণগঞ্জের খবর ডেস্ক: এতিম শিশুদের সঙ্গে আনন্দময় সময় কাটিয়ে ঈদ উদযাপন করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক। গতকাল সোমবার ঈদের দিন বিকেলে উপজেলার মুসলিমনগর বায়তুল আমান সরকারি শিশু পরিবার কেন্দ্রে (সরকারি এতিমখানা) ঈদ উদযাপন করেন তিনি। এ সময় তাঁকে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠে এতিম শিশুরা।
ইউএনও নাহিদা বারিক শিশুদের জন্য কেক, বিস্কুট, চকলেট ও কোমল পানীয়সহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবারও নিয়ে যান এবং নিজ হাতে সেগুলো পরিবেশন করেন। পাশাপাশি সবাইকে ঈদের সালামি দেন তিনি। যা পেয়ে খুশির ঝলক ফুটে ওঠে শিশুদের চোখে-মুখে।
এতিম শিশুরা ইউএনওকে কাছে পেয়ে আবেগে মা বলে সম্বোধন করলে মায়ের মমতায় ভালোবাসা বিনিময় করেন এই নারী ইউএনও। সেখানে এতিম শিশুদের নিয়ে গানে গানে মেতে ওঠেন তিনি। বিদায়ের আগে নভেল করোনাভাইরাস সম্পর্কে শিশুদের উদ্দেশে গুরুত্বপূর্ণ আলোচনা করে তাদের বাইরে বের না হতে নিষেধ করেন।
Leave a Reply