September 27, 2023, 8:05 am
নারায়ণগঞ্জের খবরঃ ফতুল্লা থানাধীন ৩৪৮নং পশ্চিম দেওভোগ এলাকার এস এম হাফিজুল হকের পুত্র এস এম মেহেদী হাসান গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত বৃহস্পতিবার তার কর্মস্থল পল্টন থেকে বের হয়ে গুলিস্থান আসার পর তার স্ত্রীকে জানান নারায়ণগঞ্জ আসার জন্য গাড়িতে উঠছে। তারপর থেকে মেহেদী হাসানের মোবাইল ফোনটি বন্ধ।
সম্ভাব্য সকল স্থানে যোগাযোগ করে প্রশাসনের সহযোগীতা চেয়ে মেহেদী হাসানের ছোট ভাই এস এম জিহাদী হাসান পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছে যার নং-১০৫২ তাং ১৬/০৫/১৯ইং। প্রায় তিন দিন যাবৎ মেহেদীর কোন খোঁজ না পেয়ে তার পরিবার দিশেহারা হয়ে পড়েছে। মেহেদীকে উদ্ধারের জন্য কিংবা তার অবস্থান জানার জন্য পল্টন থানা পুলিশ ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন মেহেদীর পরিবার। এছাড়াও কেউ মেহেদীর সন্ধান পেলে এই নাম্বারে (০১৬৩৯০২৪০৯০) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply