বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
সোনারগাঁ প্রতিনিধিঃ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানি উপলক্ষে ৩১ আগস্ট শনিবার রংপুরের পল্লী নিবাসে তার কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান এবং নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
এসময় তাদের সঙ্গে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে সা’দ এরশাদ ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আবু জাহের, জাপা নেতা আজিজুর রহমান বাদল, নাঈমুল ইসলাম বুলবুল, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ হানিফ, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আবুল হাশেম প্রমুখ।
Leave a Reply