November 30, 2023, 11:43 pm
নারায়ণগঞ্জের খবর: কথা রাখলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিল মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় ৫ দিন ধরে করোনার উপসর্গ নিয়ে অসুস্থ থাকায় পর আফতাব উদ্দিন (৭০) নামে এক ব্যক্তি মারা গেছেন এমন সংবাদে ছুটে যান কাউন্সিলর খোরশেদ। বাসা থেকে লাশ বের করা থেকে শুরু করে জানাজা এবং দাফন কাজ সম্পন্ন করেন তিনি।
বুধবার (৮ এপ্রিল) পরিবারের দাবির প্রেক্ষিতে তাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) পক্ষ থেকে দাফন করা হয়েছে।
কাউন্সিলর খোরশেদ জানান, কথা দিয়েছিলাম করোনা আক্রান্ত মরদেহ দাফন করবো।আজ বাদ ফজর ফোন পেলাম জামতলায় আফতাব উদ্দিন করোনা উপসর্গ নিয়ে মারা গেসে।স্বেচ্ছাসেবক আরিফুজ্জামান হীরা,হাফেজ আকরাম ও জুনায়েদকে নিয়ে মেয়র মহোদয় ও ফতুল্লা পুলিশের সহযোগিতায় বাসা থেকে লাশ সংগ্রহ করে, কবর খনন,গোসল ও জানাজা শেষে দাফন করলাম।
Leave a Reply