December 10, 2023, 10:22 pm

করোনায় আরও চার জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ শনাক্ত ২৯

নারায়ণগঞ্জের খবর ডেস্ক: দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা একশ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়ালো ১১৭ জনে। আর ২৪ ঘণ্টা মৃত্যু হয়েছে ৪ জনের। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর মহাখালীর বিসিপিএস ভবনের সম্মেলন কক্ষে (আইপিএস ভবনের পাশে) সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থা/প্রতিনিধিদের সঙ্গে করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে জরুরি একটি সভায় তিনি এ তথ্য জানান।

এর আগে রোববার (৫ এপ্রিল) দেশের ১৪টি ল্যাবে ৩৬৭টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ১৩ জন শনাক্ত হয়েছে আইইডিসিআরে, বাকি ৫ জন ঢাকার বাইরের ল্যাবে। আক্রান্তদের মধ্যে ১৫ জন পুরুষ, ৩ জন নারী ছিল। এছাড়া যে একজন মারা গেছেন তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা (পুরুষ-৫৭) ছিলেন।

বিশ্বজুড়ে এ পর্যন্ত ১২ লাখ ৭৩ হাজার ৭১২ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৬৯ হাজার ৪৫৮ জন।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY N Host BD