September 23, 2023, 4:51 pm
নিজস্ব প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়ে গত তিন দিনে দুই বিসিএস (শিক্ষা) ক্যাডারের মৃত্যু হয়েছে। শুক্রবার এ ঘটনায় শোক জানিয়েছে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশি জানায়, নারায়ণগঞ্জ আড়াইহাজার সরকারি সরকারি সফর আলী কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ছগীর হোসেন হাওলাদার মঙ্গলবার (৩০ মার্চ) রাতে মুগদা জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।
এছাড়া আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন নারায়ণগঞ্জ তোলারাম কলেজের সহযোগী অধ্যাপক (পদার্থ বিজ্ঞান) চৌধুরী আশরাফুল আলম। দু’জনই ১৮ তম বিসিএস (শিক্ষা) ক্যাডার ছিলেন।
দুই শিক্ষকের মৃত্যুতে এক শোক বার্তায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ‘আমরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। পরম করুণাময়ের কাছে তাঁদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।’
Leave a Reply