September 27, 2023, 8:07 am
নারায়ণগঞ্জের খবরঃ কোভিড-১৯ প্রথম ধাপের ভ্যাকসিন (করোনা টিকা) গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
বুধবার নারায়ণগঞ্জের পৃথক দুটি হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করেন এই দুই রাজনীতিবিদ। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) সকাল ১১টায় টিকা নেন তৈমূর আলম খন্দকার।
টিকা গ্রহণের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘করোনা ভ্যাকসিন জনগণের অধিকার। জনগণকে স্বাস্থ্যসেবা দেয়া রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু সরকারের মন্ত্রীরা উস্কানিমূলক কথা বলে বিএনপি ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’
টিকা গ্রহণের পর শামীম ওসমান বলেন, ‘করোনা একটি ভাইরাস। এটি আল্লাহ পাঠিয়েছেন আমাদের পরীক্ষা করার জন্য। টিকা নিন। এটা ফাস্ট ট্রায়াল চলছে। তবে টিকা পরীক্ষিত। যেকোনো টিকা শতভাগ সঠিক প্রক্রিয়ায় পৌঁছাতে ১০-১২ বছর সময় লেগে যায়। তবে ভরসা আল্লাহর ওপর রেখে টিকা দিন। আল্লাহ সকল কিছুর মালিক।’
তিনি বলেন, ‘আল্লাহ আমাদের পরীক্ষা করতে এ রোগ দিয়েছেন যেন মানুষ বুঝতে পারে মানুষের কোনো ক্ষমতা নেই। মানুষ যাতে সৎপথে আসে। আমরা মানুষের মধ্যে এ রোগের ক্ষেত্রে দেখেছি স্বার্থপরতা। আবার একটি বিশাল অংশ জীবনের ঝুকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে গেছে। এ দুটি আমরা দেখেছি। এখন আমাদের বেছে নিতে হবে আমরা কোন শ্রেণীকে বেছে নিব। তাই সময় মতো টিকা নিন।’
শামীম ওসমান বলেন, ‘আমার পরিচিত অনেকেই আছেন, যারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও এসে টিকা নিয়েছেন। অন্যান্য দেশে মানুষ টাকা দিয়ে টিকা নিতে পারছে না। এ কাজটি সম্ভব হয়েছে আমাদের সকলের প্রচেষ্টায়।’
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘টিকা নেয়ার পর মানুষের যে কোনো সমস্যা হচ্ছে না এটা প্রচার করছেন সাংবাদিকরা। আপনাদের প্রচারের কারণেই মানুষ টিকা নিচ্ছে।’
Leave a Reply