শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
ও ব্যবসার ফলে প্রশাসনের বিভিনন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের।
সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের কয়েকটি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও ভরাটের ফলে কয়েকটি এলাকায় কয়েকদিন ধরে পানিবন্ধি হয়ে পড়েছে কয়েকশত পরিবার। এ বিষয়ে গতকাল শনিবার নারায়ণগঞ্জ জেলা প্রসাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এলাকাবাসীরা।
এলাকাবাসীরা জানায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর, কাঁচপুর বাজার, সেনপাড়া, সুখেরটেক এলাকায় অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন মাহবুব খান, নূরে আলম খান, লিটন খান, মাহাবুব মিয়া ও কাদির মেম্বার সহ আওয়ামীলীগ নামদারী সন্ত্রাসী। এতে, কাঁচপুর এলাকার খাসপাড়া, পাঁচপাড়া, কুতুবপুর, নয়াবাড়ী, ভেয়াকুর, মঞ্জিলখোলা সহ কয়েকটি গ্রামের কয়েকশত পরিবার দীর্ঘ একমাস ধরে পানিবন্ধি হয়ে মানববেতর জীবন যাপন করছে। এতে ঐ এলাকার মানুষ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। বালু সন্ত্রাসীরা এলাকার নিরীহ লোকদের জায়গা ও ফসলি জমি জোর পূর্বক বালু দিয়ে দখল করে নেওয়ার ও অভিযোগ রয়েছে। সন্ত্রাসীরা নিরীহ লোকদের জমাজমি জোর পূর্বক দখল করার জন্য বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। এতে, নিরীহ মানুষ তাদের ভয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভির নাম ভাঙ্গিয়ে মাহবুব খান, নূরে আলম খান ও লিটন খান এলাকায় বালু ব্যবসা সহ নিরীহ লোকদের বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে। এলাকাবাসীরা তাদের নিকট জিম্মি হয়ে পড়েছে। মুখ খুলতে কেউ সাহস পায় না।
কৃষক আতাউর রহমান বলেন, বালু সন্ত্রাসীরা জোরপূর্বক আমাদের জমা-জমি, ঘর-বাড়ী বালু দিয়ে ভরাট করে নিয়ে যাচ্ছে। আমরা কোন প্রকার মুখ খুলতে সাহস পাচ্ছি না। আমরা তাদের বিরুদ্ধে থানা পুলিশকেও কিছু বলতে পারছি না। এ বিষয়ে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের জরুরী হস্তক্ষেপ কামনা করছি আমরা।
নয়াবাড়ী এলাকার বাসিন্দা বোরহান মিয়া জানান, বালু সন্ত্রাসী মাহবুব খান, নূরে আলম খান ও লিটন খান সহ একদল বালু সন্ত্রাসী অবৈধ ভাবে বালু ভরাটের ফলে কয়েকটি গ্রামের মানুষ পানি বন্ধি হয়ে জীবন যাপন করতে হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হলেও কোন ব্যবস্থা গ্রহণ করছেন না তারা। কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর বলেন, কতিপয় অবৈধ বালু ব্যবসায়ীদের ফলে কয়েকটি গ্রামের কয়েক হাজার লোক দীর্ঘদিন ধরে পানিবন্ধি হয়ে মানবেতর জীবন-যাপন করছেন।
সাধারণ মানুষকে তারা ভয়ভীতি দেখিয়ে তাদের জায়গা জমি ও বাড়ী ঘর জোর পূর্বক দখল করে নেওয়ার অভিযোগ ও উঠেছে তাদের বিরুদ্ধে। তিনি বলে দীর্ঘদীন পানিবন্দি হয়ে এলাকাবাসীরা বিভিন্ন পানিবাহীত রোগে আক্রান্ত হচ্ছে। অনেকের মাছের খামার ও ফসলি জমি নষ্ট হচ্ছে। এ সকল ব্যক্তিদের বিরুদ্ধে প্রসাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরী। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, এ বিষয়ে এলাকাবাসীরা অবৈধ বালু ব্যাবসায়ীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সরেজমিনে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply