নিজস্ব প্রতিবেদক
ফতুল্লার পাগলায় মিষ্টি ও বেকারী সামগ্রীর অনন্য নাম” কাটাবন এন্ড কোংয়ে”র পাগলা শাখার পথচলা শুরু হলো। কাটাবন এন্ড কোং এর এই শাখাটি দোয়া,মিলাদ ও তবারক বিতরনের মাধ্যমে শুভ উদ্বোধন হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫ ঘটিকার সময় পাগলা বাজার ৩ নং হাজী ইউনুছ সুপার মার্কেট কাটাবন এন্ড কোংয়ের পাগলা শাখার পরিবেশক এম,এ,জাহের মোল্লা উদ্বোধন করেন।
কাটাবন এন্ড কোং নতুন শাখার উদ্বোধন শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ব্যবসার সফলতা কামনায় বিশেষ মোনাজাত করেন, পাগলা বাজার জামে মসজিদের খতীব আলহাজ্ব মাওলানা আনোয়ার হুসাইন জিহাদী। পরে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়। এসময় পাগলা বাজার ব্যবসায়ী ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply