December 9, 2023, 11:21 am
স্টাফ রিপোটার
ফতুল্লা থানা আওয়ামীলীগের উদ্দ্যেগে কাশিপুরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদলের সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বাদ আসর কাশিপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের আহবানে দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের ত্যাগী নেতা আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। তাহার ও তাহার পরিবারের সদস্যদের সুস্থ্যতা কামনায় ফতুল্লা থানা আওয়ামীলীগের উদ্দ্যেগে দোয়ার আয়োজন করেন। দোয়া অনুষ্ঠানে মসজিদের ইমাম মোনাজাতে ভিপি বাদলের সুস্থ্যতা কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ্যতা দান করেন সেই কামনা করেন। এছাড়াও ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক শওকত আলীর জন্যও দোয়া প্রার্থনা করেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের জন্য দোয়া প্রার্থনা করেছেন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক জাহেদুল হক খোকন, জেলা আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এমএ সাত্তার, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য সরদার সালাউদ্দিন, থানা ছাত্রলীগের সহসভাপতি শরীয়তউল্লাহ বাবু, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আওয়ামীলীগ নেতা বশির আলম ফাতু, শাহ আলম, রূপচান, বদুর উদ্দিন জামান, খবির উদ্দিন খোকন, অশোক সরকার, আবুল কালাম, মোক্তার হোসেন, জাহাঙ্গীর হোসেন অপু, যুবলীগ নেতা বাদশা মিয়া, শরীফ, মুন্না, জসিম, অলি মাহামুদ টিটু সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply