বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। কয়েদি রমজান আলী (৬০) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী এলাকার মৃত সিরাজ ভুইয়ার ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার উম্মে সালমা বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কয়েদি ৩০ বছর সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি ছিলেন।
জেলার উম্মে সালমা জানান, ভোর ৬টার দিকে রমজান উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্ট নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতাল ও পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসাপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে রমজান আলীকে মৃত ঘোষণা করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তিনি আরও জানান, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে ১৯৯৭ সালে দায়ের করা একটি মামলায় আদালত তাকে ৩০ বছর সশ্রম কারাদণ্ড দেয়। তাকে ২০০৩ সালের ২৭ জুন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ স্থানান্তর করা হয়।
Leave a Reply