বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: হত্যা মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (০৯ মে) রাতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের নাম আবুল কালাম ওরফে আবুল (৬০)।তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রসুলপুর এলাকায় বাসা ভাড়া থাকতেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার উম্মে সালমা জানান, রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন আবুল কালাম। এসময় প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে গাজীপুরের টঙ্গী সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ২০১৯ সালের ১৯ মার্চ থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। এর আগে তিনি ২০১৪ সালের ৭ মে থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
Leave a Reply