মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ আজ ( ১৬ মে) কাশীপুর ইউনিয়নের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি’র ছবি তোলার কাজের উদ্বোধন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বাড়িক।
এসময় তিনি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে- উপজেলা নির্বাচন অফিসার সহ উক্ত কাজে সংশ্লিষ্টদের প্রতি মহিলা, মুক্তিযোদ্ধা ও বয়স্কদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করার পরামর্শ প্রদান করেন। পরবর্তীতে সংশোধনের বিড়মন্বনা এড়াতে জেনে বুঝে সঠিক তথ্য প্রদান করে ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করার জন্য উপস্থিত জনসাধারণের প্রতি নির্দেশনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফুল্লাহ্ বাদল, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন প্রমুখ।
Leave a Reply