September 27, 2023, 7:31 am
নারায়ণগঞ্জের খবরঃ কিছু ব্যাক্তি দলীয় পরিচয়ে অপরাধের সাথে জড়িয়ে পরছে মন্তব্য করে জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন, সমাজে মাদকসহ বিভিন্ন অপরাধ বেড়েই চলছে। আর এসব অপরাধের সাথে জড়িত রয়েছে আওয়ামী লীগ-বিএনপির কিছু নেতা। এরা দলীয় পরিচয় দিয়ে কিছু সমাজে অপরাধ করছে। সমাজে মাদকের ভয়াবহতা থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে।
শনিবার বিকেলে ফতুল্লা যমুনা ডিপো সংলগ্ন নারায়ণগঞ্জ সাংবাদিক কল্যাণ শ্রমজীবী সমবায় সমিতি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
আনোয়ার হোসেন বলেন, বর্তমান প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে সমাজ থেকে মাদককে প্রতিহত করতে হবে। সবাই মিলে মাদককে না বললে সমাজে মাদক থাকবে না। তিনি অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
সংগঠনের সভাপতি রনজিদ মোদকের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আলহাজ্ব কাউছার আহমেদ পলাশ,ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন,সমাজ সেবক হান্না চৌধুরী, ফতুল্লা রিপোর্টাস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুরু,ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রহিম,সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম,কামাল আহমেদ, ফরিদ আহমেদ বাধন, নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়শেনের সাধারন সম্পাদক এনামুল হক সিদ্দিকী, মোঃ মনির হোসেন, গিয়াস উদ্দিন মৃর্ধা,সিহদুল ইসলাম সহিদ প্রমুখ।
Leave a Reply