October 4, 2023, 12:23 am
আবদুর রহিম
গত কয়েক মাসে নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের হাতে বেশ কয়েটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন স্থানে প্রায় সময়ই কিশোর অপরাধীদের তান্ডব সংবাদের প্রধান শিরোনামে পরিনত হয়েছে। বিভিন্ন পাড়া মহল্লায় এসব কিশোর অপরাধীরা খন্ড খন্ড হয়ে নানা ধরনের অপরাধে জড়িয়ে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালিত করছে। এসব কিশোর অপরাধীরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের শেল্টারে থেকে হত্যা কান্ডসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করছে। রাজনৈতিক দলের নেতাদের আশ্রয়প্রশ্রয়ে থেকে বেপরোয়া হচ্ছে কিশোররা। জড়িয়ে যাচ্ছে নানা অপরাধের সাথে। নেতাদের শেল্টার পেয়ে দিনকে দিন নিরিহ কোমলমতি কিশোররা অপরাধী হিসেবে আর্ভিভুত হচ্ছে এমন অভিযোগ ভুক্তভোগীদের।
কিশোর অপরাধ দমনের আগে শেল্টারদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরী। অন্যাথায় সমাজ থেকে কিশোরা অপরাধ দমনের চেষ্টা ব্যর্থ হবে বলে মনে করছে সচেতন মহল।
সূত্রমতে, সম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে কিশোর অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছে। ইতোমধ্যে কিশোর অপরাধীদের হাতে নির্মমভাবে খুন হয়েছে কয়েকজন। তুচ্ছ ঘটনার জের ধরে কিশোর অপরাধীরা হত্যা কান্ডগুলো সংগঠিত করেছে। এছাড়া বিভিন্ন সময় সন্ত্রাসী,চাদাবাজী, মাদক ব্যবসার সঙ্গেও জড়িয়ে পরেছে কোমলমতি এই শিশু কিশোররা। অভিভাবকদের চোখের আড়ালে থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সংস্পর্শে এসে ধীরে ধীরে অপরাধে জড়িয়ে যাচ্ছে এমনটাই জানিয়েছে বিভিন্ন সূত্র। রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সভা–সমাবেশ কিংবা মিছিলে এসব কিশোরদের ব্যবহার করে থাকেন। নেতোদের আশ্রয়প্রশ্রয় পেয়ে দিনকে দিন এসব কোমলমতি শিশু–কিশোররা অপরাধী হয়ে উঠছে। নেতাদের সাহস পেয়ে হত্যাকান্ডসহ, সন্ত্রাসী, চাদাবাজী কিংবা মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পরেছে। সম্প্রতিক সময়ে কিশোর অপরাধীদের অফরাধের মাত্রা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টনক নড়েছে। কিশোরা অপরাধ দমনে মাঠে নেমেছে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা বাহিনী। রোবাস্ট পেট্রোলিং নামে পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান, মহড়া শুরু করেছে। গত সোমবার রাতে ফতুল্লা থেকে অতিঃ পুলিশ সুপার নাজমুল হাসান ও ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হকের নেতৃত্বে এই বিশেষ অভিযান শুরু হয়। এরপর বন্দর এবং সদরেও পুলিশের এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের শুরুতে অপরাধ দমনে ভালো মানুষের সহযোগীতা চেয়েছেন অতিঃপুলিশ সুপার নাজমুল হাসান। তিনি বলেন, এ দেশ,সমাজ আমাদের। ভালো রাখার দায়িত্বটাও আমাদের। আমরা অপরাধ দমনে সমাজের ভালো মানুষগুলোকে আমাদের পাশে চাই, অপরাধ দমনে আমাদের সহযোগীতা করুন। পুলিশের এই কর্মকর্তা বলেন, সমাজ থেকে কিশোর অপরাধ, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের ভালো মানুষগুলোকে এগিয়ে আসতে হবে। শেল্টারদাতাদের হুশিয়ারি দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, কিশোর অপরাধীদের যারা শেল্টার দিবেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। অপরাধ করে কেউ পাড় পাবে না।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে কিশের গ্যাং নির্মূলে সদর থানা পুলিশের অভিযানের সময় পাশে থাকা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনিরকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি অবহিত করে নারায়ণগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন কাউন্সিলর মনির। পুলিশের সঙ্গে কিশোর গ্যাং নির্মূলে অভিযান চলাকালীন সৈয়দপুর এলাকার মাতব্বর বাড়ির সামনে থাকাকালীন সময় অজ্ঞাত এক ব্যক্তি কাউন্সিলরের মোবাইলফোনে কল করেন। এ সময় কাউন্সিলর মনিরকে হত্যা করার হুমকিও দেন সেই ব্যক্তি। হুমকিদাতা কাউন্সিলর মনির ও তার পরিবারের সদস্যদের ক্ষতি ও মামলা দিয়ে হয়রানি করারও হুমকি দেন। এর আগে গত বুধবার সন্ধ্যা সাতটায় সদর থানা পুলিশের উদ্যোগে কিশোর গ্যাং নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে কাউন্সিলর মনিরুজ্জামান মনিরসহ নাসিকের কয়েকজন কাউন্সিলর ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
Leave a Reply