June 1, 2023, 5:47 am
নারায়ণগঞ্জের খবরঃ সাংসদ শামীম ওসমানের সমাবেশ সফল করতে কুতুবপুরে আওয়ামী লীগের প্রস্তুতি সভা পন্ড হয়েছে। প্রস্তুতি সভায় আওয়ামী লীগ কর্মী তপনের বক্তব্যকে ঘিরে উত্তেজনা দেখা দিলে সভাটি পন্ড হয়ে যায়। বুধবার সন্ধ্যায় কুতুবপুরের চিতাশাল এলাকায় অবস্থিত আল্লাহ্’র দান কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়।
সাংসদ শামীম ওসমানের সমাবেশ সফল করতে কুতুবপুরে আওয়ামী লীগের প্রস্তুতি সভা পন্ড হয়েছে। প্রস্তুতি সভায় আওয়ামী লীগ কর্মী তপনের বক্তব্যকে ঘিরে উত্তেজনা দেখা দিলে সভাটি পন্ড হয়ে যায়। বুধবার সন্ধ্যায় কুতুবপুরের চিতাশাল এলাকায় অবস্থিত আল্লাহ্র দান কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়।
সভায় অংশ নেয়া আওয়ামী লীগের এক নেতা জানান, আগামী শনিবার শহরে সাংসদ শামীম ওসমানের সমাবেশকে সফল করতে কুতুবপুরের চিতাশাল এলাকায় কর্মীসভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ কর্মী হাবিবুর রহমান তপন। এসময় তপনের বক্তব্যে বাধা দেয় সাবেক মেম্বার জাহাঙ্গীর হোসেন। আর এ নিয়েই শুরু হয় হট্টগোল। এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হাওলাদার তপনের উপর ক্ষিপ্ত হলে উপস্থিত কর্মীরা এর প্রতিবাদ জানালে সভা পন্ড হয়ে যায়।
সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লেিগর সভাপতি জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিকদার গোলাম রসুল। আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবদুল খালেক, সাবেক মেম্বর জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
Leave a Reply