নারায়ণগঞ্জের খবর: করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে ৮ হাজার কর্মহীন হতদরিদ্র নারী পুরুষের পাশে মাঝে মাস্ক ও হ্যাক্সিসল নিয়ে দাঁড়িয়েছেন কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মিরু । শনিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৫ ও ৬নং ওয়ার্ডস্থ ৮ হাজার হতদরিদ্র মানুষের মাঝে মাস্ক ও হ্যাক্সিসল বিতরণ করেন মনিরুল আলম সেন্টু ।
করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে জনসচেতনতা বৃদ্ধিতে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু বলেন, করোনা ভাইরাসের সংক্রমণে সারাবিশ্বে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, এ থেকে মুক্তি পেতে হলে আমাদের যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে। লকডাউন, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে চলুন।
মীর হোসেন মিরু তার বক্তব্যে বলেন সারা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণ করছে এ ভাইরাস থেকে মুক্ত থাকতেও পরিস্কার পরিচ্ছন্ন থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তাই আমাদের নারায়ণগঞ্জ ৪ আসনের অভিভাবক, মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ, সংসদ সদস্য, জননেতা আলহাজ্ব এ কে এম শামীম ওসমানের আহবানে আমরা এলাকার অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এ সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।পাশাপাশি তিনি সরকারের যে নির্দেশনা আছে তা পালন করে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ মোস্তফা হোসেন চৌধুরী, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক মুন্সি প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply