শনিবার, ১৪ জুন ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: কুতুবপুরে মুন্নার উপর সন্ত্রাসী নাঈম-নিহাদ বাহিনী হামলা চালিয়েছে। মঙ্গলবার দুপুরে পাগলা শাহী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়,নারী ঘটিত একটি বিরোধের জের ধরে সন্ত্রাসী নাঈম ও নিহাদ মুন্নার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে যায়। এক পর্যায়ে ১০/১২ জনের একটি গ্রুপ মুন্নার উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের হামলায় মুন্না রক্তাক্ত জখম হয়। আহত মুন্না ফেসবুক লাইভে জানায়, মীরুর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার কারণে মীরুর লোকজন আমার উপর হামলা চালিয়েছে।
মুন্নাকে কুপিয়ে আহত করার ঘটনার সাথে সম্পৃক্ততাকে অস্বীকার করেছে কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর হোসেন মীরু। তাঁর দাবি কথিত সাংবাদিক মুন্না দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মিথ্যা প্রপাগাণ্ডা চালিয়ে আসছে। আমি কিংবা আমার কোন লোক এই ঘটনার সাথে জড়িত নয়। উল্লেখ্য, ছাগল চুরির ঘটনার জের ধরে নাঈমের মামলায় কুতুবপুর ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হাওলাদার গ্রেফতার হয়েছিল।
Leave a Reply