September 26, 2023, 4:41 am
নারায়ণগঞ্জের খবরঃ কুতুবপুরে পঞ্চায়েত কমিটির নেতাদের মারধর করে চাঁদাবাজকে ছাড়িয়ে নিলেন সন্ত্রাসী সেলিম খান ও চাঁন সেলিম বাহিনী। ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায় ফতুল্লা রসুলপুর চাকদা রোলিং মিল এলাকায়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে মোবাইল মিস্ত্রী মোঃ মোবারক হোসেন। এদিকে সন্ত্রাসী সেলিম খান ও চাঁন সেলিম বাহিনীকে গ্রেফতাররের দাবিতে বুধবার রাত সাড়ে ১০টায় রসুলপুর এলাকার পঞ্চায়েত কমিটির সদস্যরা ফতুল্লা মডেল থানার সামনে এসে বিক্ষোভ করেছে।
অভিযোগে জানাযায়, প্রথম দফায় গত মঙ্গলবার সন্ধ্যায় কুতুবপুরের সন্ত্রাসী চাঁদ সেলিম ও সেলিম খানের ক্যাডার শুভ মোবারকের কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা নিয়ে যায়। দ্বিতীয় দফায় বুধকার সন্ধ্যায় আবারো চাঁদা নিতে আসলে স্থানীয় পঞ্চায়েত এবং মসজিদ কমিটির সদস্যরা চাঁদাবাজ শুভকে আটক করে। এদিকে শুভকে আটকের সংবাদ পেয়ে সন্ত্রাসী চাঁদ সেলিম ও সেলিম তাদের সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পঞ্চায়েত কমিটির সভাপতি লাল মিয়া শেখ ও পশ্চিম রসুলপুর জামে মসজিদের সাধারন সম্পাদক ইব্রাহীম খানসহ উপস্থিত ব্যাক্তিদের মারধর করে । এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। উল্লেখ্য, সন্ত্রাসী সেলিম খান সাবেক সাংসদ কবরীর ক্যাডার এবং র্যাবের সাথে বন্দুক যুদ্ধের অন্যতম হোতা। ওই ঘটনায় সেলিম খানের গুলিতে শুভ নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়। এরপর থেকে সেলিম খান পলাতক ছিল। সম্প্রতি সে স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন হাওলাদারের সহায়তায় এলাকায় ফিরে এসে সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়েছে।
Leave a Reply