সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবর: কুতুবপুরে এবার দুই যুবককে অপহরণ করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে সন্ত্রাসী চাঁদ সিকদার সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত সোমবার রাতে পাগলা রসুলপুর এলাকায়। এসময় সন্ত্রাসীরা সিাগর ও সোহেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় আহত সোহেল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
আহত সাগর জানায়, ঘুড়ি উড়ানো কেন্দ্র করে বিরোধের জের ধরে সোমবার রাস সাড়ে ১০টায় সন্ত্রাসী চাঁদ সিকদার সেলিম, কবির,টাইগার,শাকিল অরুফে জাউরা শাকিল,কুত্তা মানিক,জলিল,মিরাজ,নয়ন,কুট্টি,ভাতিজা রানাসহ আরো ৭/৮জন সন্ত্রাসী আমাকে এবং আমার খালাতো ভাই সোহেলকে পাগলা বৈরাগী বাড়ি এলাকা থেকে অস্ত্রের মুখে রসুলপুর নিয়ে এসে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় আমাদের ডাক চিৎকারে স্থানীয় এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় আমাদের দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয়দের অভিযোগ, এ ঘটনার পর সন্ত্রাসী রিভালবার,ধারালো অস্ত্র নিয়ে এলাকায় স্বশস্ত্র মহড়া দিয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।
অপরদিকে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী চাঁদ সিকদার সেলিম ও ইমরান বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লিমন, ছোট ইমরানসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। সোমবার দিনব্যাপী থেমে থেমে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিশাল বাহিনী নিয়ে ছোট এমরান নামের এক যুবককে পিটিয়ে অপহরনের চেষ্টা করলে এলাকাবাসী প্রতিরোধের মুখে সন্ত্রাসী চাঁদ সিকদার সেলিম বাহিনীকে ধাওয়া করলে অন্যান্য সন্ত্রাসী পালিয়ে যায়।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, আমি একাধিক অভিযোগ পেয়েছি। অপরাধ করলে কাউকে ছাড় দেয়া হবে না।
Leave a Reply