নারায়ণগঞ্জের খবর: একে অপরকে দোষারোপ করে এবং পাল্টা পাল্টি হামলা ও থানায় অভিযোগ করার মধ্যদিয়ে আবারো কুতুবপুরকে অশান্ত করার চেষ্টা হচ্ছে এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ১০দিনের ব্যবধানে দুইটি হামলার ঘটনা নিয়ে নিয়ে কুতুবপুরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পরেছে। আর প্রতিটি ঘটনায় জড়ানো হচ্ছে প্রতিপক্ষকে। পর্দার আড়ালে থেকে ইন্ধন যোগানোর অভিযোগ রয়েছে একাধিক সন্ত্রাসীর বিরুদ্ধে। ঘটনায় সাথে জড়িত নয় এমব ব্যাক্তিকেও ঘটনার সাথে জড়ানো হচ্ছে বলে আভিযোগ উঠেছে।
অনুসন্ধানে এবং ভুক্তভোগীদের তথ্যমতে, গত ৩০ মার্চ বহিরাগত সন্ত্রাসী এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী লিটন পাগলা রেললাইন এলাকায় হামলা চালিয়ে সাব্বির নামে এক যুবককে রক্তাক্ত জখম করা হয়। এ ঘটনায় লিটনকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের হয়। এ ঘটনার রেশ না কাটতেই গত ৯ এপ্রিল বৃহস্পতিবার রাতে আরো একটি হামলার ঘটনা ঘটে। এবার আহত হয় পূর্বের হামলাকারী সন্ত্রাসী লিটন। এ ঘটনায় লিটনও ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে পাল্টা পাল্টি হামলার ঘটনায় ইউনিয়ন স্বেচ্ছসেবক লীগের সাধারন সম্পাদক মীরুকে দায়ি করা হয়। আর এ নিয়ে প্রশ্ন উঠেছে একই ব্যাক্তি দুই হামলার ইন্ধনদাতা হয় কী করে?
স্থানীয় সূত্রে জানাগেছে, লিটনের নামে মামলা রয়েছে এবং সে বহিরগত এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচি। লিটন অটো কবির ও চাঁদ সেলিমের সহযোগী হিসেবেও এলাকায় পরিচিত। লিটন ঢাকা ম্যাচ ও শ্যামপুর থেকে বৌবাজার এলাকায় এসে নানা ধরনের অপরাধ মূলক কর্মকান্ড করে বেড়ােয় এমন অভিযোগ স্থানীয়দের।
Leave a Reply