September 26, 2023, 4:46 am

কে হচ্ছেন নারায়ণগঞ্জ আ’লীগের কান্ডারী

আবদুর রহিমঃ আজ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন। দীর্ঘদিন ২৫ বছর পর এই সম্মেলনকে ঘিরে নারায়ণগঞ্জে উৎসবের আমেজ বিরাজ করছে। নেতাকর্মী ব্যস্ত রয়েছে নানা প্রচারণায়। কে সভাপতি আর কে সাধারণ সম্পাদক হবে এ নিয়ে সরব রয়েছে আওয়ামীলীগের রাজনৈতিক অঙ্গন। তবে এই আলোচনা দলকে ছাপিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোতেও স্থান করে নিয়েছে। বলা যায়, সকলের দৃস্টি আজকের সম্মেলনের দিকে।

সাংসদ শামীম ওসমান সভাপতি হচ্ছেন এবং সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম বাবু সাধারণ সম্পাদক হচ্ছেন এমন খবর জেলার রাজনৈতিক অঙ্গনে চাউর হয়েছে।

তবে শুক্রবারের সভা থেকে শামীম ওসমান বলেছেন, আগামী ২৩ তারিখ আমাদের সম্মেলন। সুশৃঙ্খলভাবে সম্মেলন করতে হবে। ম্যাসেজ ক্লিয়ার, আমি কোন প্রার্থী না। আমি শেখ হাসিনার সৈনিক। তবে কেন্দ্র যে সিদ্ধান্ত নিবেন তা নারায়ণগঞ্জে নেতারা মেনে নিবেন। দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মতে, যেসব নেতার ডাকে মানুষ সাড়া দিয়ে রাস্তায় নেমে আসেন, এবং যেসব নেতা কর্মীবান্ধব এমন নেতাদের হাতেই জেলার আওয়ামীলীগের নেতৃত্ব তুলে দেয়া প্রয়োজন।
রোববার (২৩ অক্টোবর) জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। শহরের ইসদাইর এলাকায় ওসমান পৌর স্টেডিয়ামে সম্মেলনের উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।

প্রধান অতিথি হিসাবে থাকবেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান বক্তা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলার সর্বশেষ কাউন্সিল হয় ১৯৯৭ সালের ২০ ডিসেম্বর। অধ্যাপিকা নাজমা রহমান সভাপতি ও এমপি শামীম ওসমান সাধারণ সম্পাদক হয়েছিলেন। এর পর ২০০২ সালের ২৭ মার্চ নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাবেক সংসদ সদস্য এস এম আকরামকে আহ্বায়ক করে কেন্দ্র থেকে ৬১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি করে দেওয়া হয়। পরে আহ্বায়ক এস এম আকরাম পদত্যাগ করে যুক্ত হয়ে পড়েছেন নাগরিক ঐক্যের সঙ্গে। পরে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয় যুগ্ম-আহ্বায়ক মফিজুল ইসলামকে। ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারী মফিজুল ইসলাম মারা যান।
এরপর ২০১৬ সালের ৯ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা পরিষদের তাৎকালীন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইকে সভাপতি এবং সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিনিয়র সহ- সভাপতি ও এড. আবু হাসনাত মো. শহীদ বাদলকে সাধারণ সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট জেলা আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্র। এর ১৩ মাস পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ৭৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্র।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY N Host BD