নিজস্ব প্রতিবেদক: ফতুল্লার পূর্ব লালপুরের হক বাজার এলাকায় নিম্ন আয়ের মানুষগুলো দিন আনে দিন খায়। কিন্ত করোনা ভাইরাসের কারনে নিম্ন আয়ের মানুষগুলোর কাজ বন্ধ হয়ে যাওয়ার কারনে চরম বিপদে পরলে ও অনেকের কাছে বারবার ধর্না দিয়ে ও কোন ত্রানের ব্যবস্থা করতে পারছিলেন না তারা।ফলে অতি মানবেতর জীবনযাপন করছিলেন তারা। ঠিক এমনি সময় এগিয়ে এসে অনাহারে এ সকল মানুষের পাশে এসে দাড়িয়েছেন ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি আসলাম হোসেন।
সোমবার রাতে খবর পেয়ে দ্রুত এসব অসহায় মানুষের জন্য ত্রান সামগ্রী ও নগদ টাকা পৌছে দেন। আর তার এই সামগ্রী পেয়ে অসহায় মানুষের মুখে ফুটে উঠে হাসি।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান,ঘরে বাইরে যেখানেই মানুষের সমস্যা হোক না কেনো আমার নিকট সংবাদ এলে আমি আমার সাধ্যমতো তাদেরকে সাহায্য- সহযোগিতা করে যাবে।তিনি আরো বলেন লোক মারফত আমি জানতে পারি যে হক বাজার এলাকার বহু পরিবার অনাহার থেকে কস্টে জীবন- যাপন করছে।এমন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে আমি সে সকল পরিবারের মাঝে সমান্য কিছু উপহার সামগ্রী দিয়ে আসি। এই ধারা আগামীতে ও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Leave a Reply