October 3, 2023, 12:29 pm

খাদ্যে ভেজালের কারণে রোগীর সংখ্যা বাড়ছে-আবদুর রহিম

নারায়ণগঞ্জের খবরঃ খাদ্যে ফরামালিন ও কার্বাইড সহ যাবতীয় রাসায়নিক দ্রব্য ব্যবহারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ সোমবার বেলা সাড়ে ১১টায় আদালতপাড়ার সামনে নিরাপদ খাদ্য আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিরাপদ খাদ্য আন্দোলন বাংলাদেশের আহবায়ক ফরিদ আহম্মেদ বাঁধন বলেন, বর্তমানে এমন কোন খাদ্য নেই যেখানে বিষ মেশানো হয় না। এসকল বিষ মেশানো খাবার খেয়ে মানুষ দিন দিন অসুস্থ হয়ে পড়েছে। আমরা স্বাভাবিক মৃত্যু চাই। অসুস্থ হয়ে মৃত্যুবরণ করতে চাই না। খাদ্যে ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমান আদালতকে আরও বেশি জোরদার করতে হবে।

ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, আমরা আজ সমস্ত মানুষের কল্যাণে মানববন্ধনে এসে দাঁড়িয়েছি। খাদ্যে ভেজালের কারণে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। নানা রোগের কারণে আমরা মৃত্যু যন্ত্রণায় ভুগছি। আমাদেরকে এই ব্যাপারে সচেতন না হলে এর কুফল ভোগ করতে হবে। এরকম খাদ্য ভেজাল চলমান থাকলে আমাদের আগামী প্রজন্ম রক্ষা পাবে না।

ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু বলেন, খাদ্য ভেজাল প্রতিরোধে মোবাইল কোর্টের পরিধি বাড়াতে হবে। একই সাথে খাদ্য ভেজাল প্রতিরোধের ব্যপারে সবাইকে আরও সচেতন হতে হবে। যারা খাদ্যে ফরমালিন ও কার্বাইড সহ যাবতীয় রাসায়নিক দ্রব্য ব্যবহার করেন তারা নিজের পরিবারের কথা চিন্তা করবেন। একদিন আপনার পরিবারের সদস্যরাও অসুস্থ হয়ে পড়বে। সুতরাং নিজের পরিবারকে বাঁচান দেশের মানুষকে বাঁচান।

বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কামাল আহম্মেদ, দৈনিক যুগের চিন্তা পত্রিকার সহ সম্পাদক মাকসুদুর রহমান, নারায়ণগঞ্জ সাংবাদিক কল্যান শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম সরকার, কবি সাংবাদিক জাহাঙ্গীর ডালিম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি, দৈনিক যায়যায়দিন পত্রিকার নারায়াণগঞ্জ জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন আকাশ, সময় নারায়ণগঞ্জ ডট কম এর প্রকাশক সাংবাদিক আরিফুর রহমান আরিফ, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরজু ভূইয়া, আনন্দ টেলিভিশনের সাংবাদিক সৈয়দ লিংকন, অবলম্বন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এমডি অলিউল্লাহ খোকন,সাংবাদিক নিয়াজ মোহাম্মদ মাসুম, সাংবাদিক নুসরাত নুপুর, বাংলাদেশ বেকারী মালিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, ফতুল্লা আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কবি সাংবাদিক মোখলেছুর রহমান তোতা।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য আন্দোলন এর সদস্য নাহিদ আহম্মেদ, মুসলিম নগর অনলাইন এর পরিচালক খলিলুর রহমান টিটু, আরিফ হোসেন, পল্লি চিকিৎসক নারায়ণগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক স্বপন, সাংবাদিক এম এ সুমন প্রমুখ

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY N Host BD