নারায়ণগঞ্জের খবর: প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে আলীরটেক ইউনিয়নের সাধারন মানুষ কর্মহীন হয়ে যাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে ছুটে গেলেন তরুন সমাজ সেবক সায়েম আহমেদ। রোববার সকাল ১১টায় কুড়েরপাড়ের ৪ ও ৫ ওয়ার্ডে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।’
স্থানীয় সূত্র জানায়, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর আলীরটেক ইউনিয়নে কেউ ত্রাণ নিয়ে আসেনি। তরুন সমাজ সেবক সায়েম আহমেদই প্রথম আলীরটেক ইউনিয়নে ত্রাণ নিয়ে ছুটে আসেন তিনি।ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ত্রাণ বিতরণ করবেন। সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরনের সময় যেনো বেশি জনসমাগম যেন না ঘটে সেজন্য সায়েমের নিজ গ্রাম কুড়েরপাড়(৪, ৫ নং ওয়ার্ড) ছাড়া অন্যান্য গ্রামের (১,২,৩,৬,৭,৮,৯ নং ওয়ার্ডে) ত্রাণগুলো প্রত্যেক ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়। সেখান কোনো জনসমাগম না ঘটিয়ে মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুড়েঁরপাড় ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহানুল্লা, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইসমাঈল মাদবর, সাধারণ সম্পাদক জামাল হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল, সমাজ সেবক আব্দুল মান্নান, আব্দুল মাদবর, সরদার সেলিম, সরদার হালিম, সাহাবুদ্দিন, সরদার জুলহাস, শহীদ মেম্বার প্রমুখ।
Leave a Reply