শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলগের সভাপতি মীর সোহেল আলী বলেছেন, খেলাধুলাই পারে যুব সমাজকে অপরাধ মুক্ত রাখতে। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে প্রতিটি এলাকায় খেলাধুলার আয়োজনের বিকল্প নেই।
বুধবার রাতে সরদার বাড়ি মাঠ সংলগ্ন শহিদ মাহফুজ সৃতিসৌদের উদেগ্য ফুটবলের ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমার বর্তমান প্রজন্মকে আমাদেরই রক্ষা করতে হবে। তাদের ভালো কাজের জন্য অনুপ্রেরণা যোগাতে হবে। এ জন্য সমাজের সচেতন মহলকে এগিয়ে আসতে হব।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য জয়নাল আবেদীন সরদার। এসময় বিশেষ অতিথি জুয়েল সরদার, আলহাজ্ব দেলোয়ার হোসেন। যুবলীগ নেতা তানিমের উদ্যোগে আয়োজিত খেলা পরিচালনা সিফাত,আবিদ,পায়েল,তারেক,রাব্বি।
ফাইনাল খেলায় অংগ্রহন করেন শহিদ মাহফুজ সৃতিসৌদ ও কেরানীগঞ্জের কাউটাইলের আদর্শ গ্রুপ। খেলায় বিজয়ী দল হিসেবে আদর্শ গ্রুপের হাতে পুরস্তার তুলে দেয়া হয়।
Leave a Reply