বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

খোকার সাথে ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

সোনারগাঁ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার দোয়া নিয়ে নতুন পথচলা শুরু করলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু। শুক্রবার সকালে তিনি নারায়ণগঞ্জের আমলাপাড়া এলাকায় সাংসদের বাসায় গিয়ে সাংসদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দোয়া চান। এসময় তার কর্মী-সমর্থকরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

এসময় এমপি লিয়াকত হোসেন খোকা বাবু ওমরকে দোয়া ও অভিনন্দন জানিয়ে বলেন, জনগণ তোমাকে তাদের সেবক হওয়ার জন্য ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছে। আমি আশাকরি তুমি আগামী ৫ বছর জনগণের সেই আশা আকাঙ্খার বাস্তবায়ন ঘটাবে। সোনারগাঁয়ের উন্নয়নে আমরা একে অপরের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং কোন অপশক্তি এতে বাধা সৃষ্টি করলে আমরা শক্তহাতে তা প্রতিহত করবো।

উল্লেখ্য, গত ৩১ মার্চ অনুষ্ঠিত সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে টিউবওয়েল প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবু ৫৮ হাজার ৯৩৯ ভোট চেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD