September 27, 2023, 8:42 am
নারায়ণগঞ্জের খবরঃ চোরাই তেলসহ এবার র্যাগের হাতে গ্রেফতার হয়েছে ফতুল্লার শীর্ষ তেল চোর ইকবাল চৌধুরী। মঙ্গলবার বিকাল ৩টায় ফতুল্লা গরুহাট এলাকা থেকে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। এসময় ইকবালের হেফাজতে থাকা ৩ হাজার চোরাই ডিজেল জব্দ করে। ইকবাল চৌধুরী ফতুল্লার চৌধুরী বাড়ি এলাকার মৃত কানু চৌধুরীর পুত্র।
এর আগেও ইকবাল চৌধরী ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। তবে গ্রেফতারের আগে ফতুল্লায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ ১৩ হাজারেও অধিক চোরাই তেল উদ্ধার করে।
Leave a Reply