June 1, 2023, 12:16 am
নারায়ণগঞ্জের খবরঃ ছিনতাই ও চাঁদাবাজি রুখতে আমরা জিরো টলারেন্সে নিয়েছি মন্তব্য করে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, এবারের ঈদযাত্রা হবে যানজটমুক্ত ও ভোগান্তিহীন।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে আসন্ন ঈদকে কেন্দ্র করে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চাঁদাবাজী, ছিনতাই চক্রের সাথে যদি স্থানীয় ব্যাক্তিদের পাশপাশি পুলিশের কোন সদস্য জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, একটি পক্ষ বিআরটিসি বাস বন্ধ রেখে একক ভাবে ব্যবসা করতে চেয়েছিলো। বাসের টিকেট কাউন্টার বসতে দেয়নি। কিন্তু আমরা বিআরটিসির বাস কাউন্টার বসিয়ে বাস চলাচলের ব্যবস্থা করে দিয়েছি।
পুলিশ সুপার নারায়ণগঞ্জ থেকে চাঁদাবাজ, সন্ত্রাস দূর করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকসহ সচেতন মহলের সহযোগী কামনা করেন।
Leave a Reply