June 1, 2023, 5:56 am
নারায়ণগঞ্জের খবর: নারায়ণগঞ্জ জেলা কারাগার সংলগ্ন সাব্বির রেষ্টুরেন্টে গতকাল ২১ নভেম্বর সোমবার বিকাল সাড়ে ৫ টায় বাংলাদেশ জনদল ( বিজিডি) প্রধান উপদেষ্টা এ.আর চৌধুরী ( সামাদ) এর ২য় মৃতুৎবাষিকী উপলক্ষে স্মরন সভা এবং ওসমান পরিবারের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ জন দলের চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিল দলের ভাইস চেয়ারম্যান আবুল হাসেম সরকার, রফিক আহমেদ, মহাসচিব মোঃ সেলিম আহমেদ, যুগ্ন- মহাসচিব এস এম হারুন অর রশীদ, যুগ্ন – মহাসচিব মোঃ মনিরুজ্জামান ( নয়ন), মফিজুল ইসলাম, সুমন মিয়া টুটুল, মমতাজউদ্দদীন, শেখ আলমগীর কবির, ক্রীড়াবীদ মেহবুবুল হক( টগর), হাজী নজরুল ইসলাম মাষ্টার, হাজী ইসহাক মিয়া নারায়ণগঞ্জ মহানগর নেতা, দৈনিক বিজয় পত্রিকার প্রধান প্রকাশক মোঃ কামাল হোসেন, মোঃ আলী, ইকবাল হাসান, জসীউদ্দীন মুন্সী, মোঃ লিটন ঢালী, মোঃইকবাল হোসেন, এডভোকেট বিউটি আক্তার, হাফেজ মামুন, কাজী আসাদুর রহমান, সালমা বেগম, শারমিন আক্তার মিলি, রোমান হোসাইন, সাকিব, সাজ্জাদুল ইসলাম, নাইম, মাহবুবুর রহমান মুরাদ, গাজী শহিদুল ইসলাম, আনিসুর রহমান টয়, শহীদুল ইসলাম খান, রাজু বিশ্বাস, আলম মৃদা, শেখ সেলিম, তাজুল ইসলাম, শাহাবুদ্দিন, খলিলুর রহমান, কাউছার, ফরিদা আক্তার, নারগিস আক্তার, জামাল মিয়া, তুহিন প্রামানিক, ইমন, জিয়াউল হক, পলাশ, সঞ্চয়, হানিপ, ফয়শাল রায়হান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কমীরা। অনুষ্ঠানে এ.আর চৌধুরী ( সামাদ) এর রুহের মাগফেরাত কামনা সহ নারায়ণগঞ্জ – ৫ আসনের সংসদ সদস্য মরহুম এ কে এম নাসিম ওসমানের সহধমিনী পারভিন ওসমান, ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের সহধমিনী লিপি ওসমান সহ পরিবারের সদস্যদের আশু রোগ মুক্তি কামনা করে এবং তল্লা ট্রাজেডি সকল নিহতদের জন্য ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply