September 27, 2023, 7:51 am
নিজস্ব প্রতিবেদকঃ ডিএনডি প্রকল্পের আওতাধীন ফতুল্লার কুতুবপুর ইউনিয়নে কয়েক লক্ষ মানুষ পানিবন্দি হয়ে দুর্বিষহ জীবন যাপন করছে। সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় এলাকা গুলো। দীর্ঘদিনের এই জলাবদ্ধতা-ভোগান্তি থেকে মুক্তি মিলছে না সেখানে বসবাসরত মানুষদের। পানিবন্দি হয়ে দুর্বিষহ জীবন যাপন করলেও স্থানীয় জনপ্রতিনিধি ও পানি নিষ্কাশনে সংশ্লিষ্টদের দেখা পাননি বলে জানান এলাকাবাসী।
ইউনিয়নের মুন্সিবাগ, রসুলপুর, শহীদ নগর, পিলকুনি, আলিগঞ্জ, নুরবাগসহ প্রায় প্রতিটি সড়কে হাঁটু পানি। বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি প্রবেশ করেছে অনেকের ঘরেও। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু মুসুল্লিরা। এই নোংরা পানি মারিয়েই চলতে হচ্ছে স্থানীয়দের। পানিতে তলিয়ে গেছে দোকানপাট, হাট-বাজার, বসতঘর। এরফলে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের এই জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তির জন্য ডিএনডির বৃহৎ প্রকল্প চলমান থাকলেও তাতে রয়েছে ধীরগতি। যার কারণে জলাবদ্ধতা-ভোগান্তি থেকে কিছুতেই মুক্তি পাচ্ছেন না এখানকার বসবাসরত মানুষ। এ বিষয়ে জলাবদ্ধতার কথা স্বীকার করে কুতুবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য আলাউদ্দিন বলেন, দীর্ঘদিন যাবৎ আমার ওয়ার্ডের মানুষ পানিবন্দি হয়ে খুবই কষ্টে দিনযাপন করছে। এ জলাবদ্ধতার অভিশাপ থেকে ওয়ার্ড বাসীকে মুক্তি দিতে ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের সুদৃষ্টি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
Leave a Reply