December 9, 2023, 11:43 am
নারায়ণগঞ্জের খবরঃ বাংলাদেশ ডি এইচ ত্রম ত্রস ডক্টরস ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় ঢকা জাতীয় প্রেস ক্লাবের সামনে ডি এইচ ত্রম ত্রস চিকিৎসকদের বিভিন্ন দাবী বাস্তবায়নের লক্ষে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ডি এইচ ত্রম ত্রস ডক্টরস ফাউন্ডেশনের উপদেষ্টা ডাঃ মোঃ সাখাওয়াত ইসলাম ভূইয়া খােকন বলেন, ৫৫ বৎসরের অধিককাল ডি এইচ ত্রম ত্রস কোস সৃষ্টি হয়েছে। বিগত দিনে হোমিওপ্যাথি বোডসহ আধা সরকারী প্রতাষ্ঠান হোমিওপ্যাথিক কলেজ সমূহ ডি এইচ ত্রম ত্রস ডাক্তারের দ্বারা পরিচালিত হয়ে আসছিল।
বর্তমানে সরকারের সময় বিএইচ ত্রম ত্রস চিকিৎসকদের অস্থায়ী চাকুরী ব্যবস্থা করলেও ডি এইচ ত্রম ত্রস চিকিৎসকদের চাকুরী কোন ব্যবস্থা করে নাই। তাই বাংলাদেশের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাছিনার কাছে আমাদের প্রানের দাবী হোমিওপ্যাথি চিকিৎসা আইন ২০১৮ অনতিবিলম্বে পাশ করা। যোগ্যতার ভিওিতে ডি এইচ ত্রম ত্রস চিকিৎসকদের সরকারী চাকুরী ব্যবস্থা, ডি এইচ ত্রম ত্রস কোসের স্নাতক মান নিধারন, কলেজে শিক্ষকদের ১০০ ভাগ বেতন বাতার ব্যবস্থা, ডি এইচ ত্রম ত্রস চিকিৎসকদের পূবের ন্যায় বি এইচ ত্রম ত্রস ৪থ বষে ভতির ব্যবস্থা সহ হোমিও বোডের সাবিক কাযক্রম তদন্ত করা জোর দাবী জানান। উল্লেখিত দাবী বিষয় প্রধানমন্ত্রী শেখহাসিনা সহ স্বাস্থ্যে মন্ত্রনালয়ের কাছে ইতিপূবে স্বারকলিপি প্রধান করা হয়েছে। ত্রছাড়া সাংগঠনিক বক্তব্যে রাখেন উক্ত সংগঠনের সভাপতি ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, সহ- সভাপতি ডাঃ মোঃ রিয়াজ উদ্দীন রাজু, সাধারন সম্পাদক ডাঃ মোঃ ওমর কাওছার, যুগ্ন সাধারন সম্পাদক ডাঃ হুমায়ুন কবীর, জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডাঃ রোকেয়া বেগম, সাংগঠনিক সম্পাদক ডাঃ ত্র কে আজাদ, ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ডাঃ মোঃ ত্রনামুল হক, ডাঃ মাসুদ রানা ডাঃ মোঃ দেলায়ার হোসেন, ডাঃ মোঃ হারুন অর রশীদ, ডাঃ সাইফুদ্দিন মিলন, ডাঃ ফারজানা সুলতানা, ডাঃ রেহেনা বেগম সহ বিভিন্ন জেলা হতে আগত চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলো।
Leave a Reply