December 9, 2023, 12:39 pm
নারায়ণগঞ্জের খবরঃ নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, আমরা সচেতন হলে অনেক রোগ-জিবানুর হাত থেকে রক্ষা পেতে পারি। আমরা যদি নিজ উদ্যোগে নিজেরাই সচেতন হই তা হলে ডেঙ্গু,কিনগুনিয়াসহ নানা ধরনের ভাইরাস জনিত সমস্যা থেকে রক্ষা পেতে পারি। মশা নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষ্যে নারায়ণগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত র্যালী শেষে তিনি এসব কথা বলেন।
আনোয়ার হোসেন বলেন, বর্তমানে ডেঙ্গু রোগের ভাইরাস ছড়িয়ে পরেছে। আমরা ডেঙ্গু প্রতিরোধে কাজ শুরু করেছে। ইতোমধ্যে নানা তর্মসূচি হাতে নিয়েছি। সপ্তহ ব্যাপী এসব কর্মসূচির মধ্যে পরিস্কার পরিচ্ছতা অভিযান, প্রতিক্ষণের ব্যবস্থা এবং মশা নিধনের ফগার বিতরনের উদ্যোগ নেয়া হয়েছে।
এসময় র্যালীতে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত পাল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদা মালা,মোস্তফা চৌধুরীসহ জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী। নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত র্যালীটি জেলা পরিষদ হয়ে পুলিশ সুপারের কার্যালয় ঘুরে পূনরায় জেলা পরিষদে এসে শেষ হয়। গত ২৫ জুলাই থেকে মশা নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু হয়। যা আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে।
Leave a Reply