বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ সাফল্যের তিন বছর অতিবাহিত করলেন বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন। বুধবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে তিন বছর পূর্তি পালন করেন।
এসময় তিনি গণমাধ্যমের সামনে তার তিন বছরের সাফল্যের চিত্র তুলে ধরেন। আনোয়ার হোসেন বলেন, আমি ২০১৭ সালের ২৩ জানুয়ারী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্শিবাদে এবং বর্তমান সরকারের সর্বাত্মক সহযোগীতায় জেলা পরিষদের সদস্যদের সাথে নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছি।
তিনি বলেন, একটি আধুনিক ও সুন্দর নারায়ণগঞ্জ বির্নিমাণে জেলা পরিষদ বদ্ধপরিকর। সেই লক্ষ্যে ২০১৬-১৭,২০১৭-১৮,২০১৮-১৯ অর্থ বছরে জেলা পরিষদ বিভিন্ন উপজেলায় ৭৪ কোটি ৩৪ লাখ ৩ হাজার টাকা ব্যায়ে১ হাজার ২শ ২৯টি প্রকল্প হাতে নিয়েছি। ইতোমধ্যে ৯৪৫টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। বাকী ২৯৪টি প্রকল্পের কাজ চলমান রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, জেলা প্রশাসক জসিম উদ্দিন,পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম প্রমুখ।
Leave a Reply