রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে মানুষ কর্মহীন হয়ে পরে। এসব কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ জেলঅ পরিষদ। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী চলে গেছে ২৫ হাজার পরিবারের কাছে। জেলা পরিষদের মাধ্যমে এই উপহার সামগ্রী পৌছে দেয়া হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আনোয়ার হোসেনের সরাসরি তত্বাবধায়নে এবং জেলা পরিষদের সদস্যদের উপস্থিততে দরিদ্র মানুষের ঘরে ঘরে পৌছে দেয়া হয় প্রধানমন্ত্রীর এই উপহার। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলঅ পরিষদের পক্ষ থেকে সহযোগীতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা পরিষদেও চেয়ারম্যান আনোয়ার হোসেন।
জেলাপরিষদ সূত্রে জানাগেছে, করোনা ভাইরাসের প্রদুর্ভাব শুরু থেকে জেলা পরিষদে নানা কর্মসূচি হাতে নিয়েছে। ভাইরাস থেকে মানুষকে সুরক্ষিত রাখতে হ্যান্ডসেনিটাইজার, মাস্ক বিতরণ করা হয়। মানুষকে খাদ্য সংকট থেকে মুক্ত রাখতে প্রধানমন্ত্রীর নিদের্শে ২৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আনোয়ার হোসেনের তত্বাবধানে এবং জেলা পরিষদের সদস্যদের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী দরিদ্র মানুষের ঘরে ঘরে পৌছে দেয়া হয়।
এ ব্যাপারে জেলর পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আনোয়ার হোসেন বলেন, বৈশ্বিক এই মহামারি শুরু থেকে প্রধানমন্ত্রীন নিদের্শে আমরা সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রথমে মানুষকে সুরক্ষিত রাখতে হ্যান্ডসেনিটাইজার এবং পওে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমার সহযোগী অব্যাহত থাকবে। জেলা পরিষদ সাধারন মানুষের পাশে আছে।
Leave a Reply