নিজস্ব প্রতিবেদক: ট্রাক যোগে নিজ নিজ গ্রামের বাড়ীতে যাবার পথে ফতুল্লা থানা পুলিশ ৫ টি ট্রাক সহ ২০০ জনকে আটক করেছে ।শুক্রবার রাত ফতুল্লা থানা পুলিশ থানার বিভিন্ন এলাকা থেকে কিশোরগঞ্জ, হালুয়াঘাট ও ময়মনসিংহ যাবার পথে ২’শ জন যাত্রী সহ ৫ টি ট্রাক আটক করা হয়।আটককৃতদের তাদের নিজ নিজ বাড়ীতে পাঠিয়ে দিয়ে ট্রাক গুলোকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।
করোনার হট স্পট খ্যাত নারায়ণগঞ্জ জেলা থেকে প্রতিনয়ত রাতের অন্ধকারে বিভিন্ন যান বাহনে সড়ক পথ- নৌপথে নিজ নিজ গ্রামে পালিয়ে যাচ্ছে শত শত নারী- পুরুষ।আর ঘরমুখো এ মানুষের যাত্রা ঠেকাতে প্রশাসন সড়ক এবং নৌপথে তাদের তৎপরাতা বৃদ্ধি করেছে।ফলে প্রতি রাতেই ঘরমুখো মানুষগুলো পুলিশের জালে আটক হচ্ছে।এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে বিভিন্ন বয়সী প্রায় ২০০ জন নারী- পুরুষ গাদাগাদি করে ৫ টি ট্রাকে চড়ে নিজ নিজ গ্রামের বাড়ী উদ্দেশ্য রওনা দিয়েছিলো।ফতুল্লা থানা পুলিশ তাদের থানার বিভিন্ন এলাকা থেকে আটক করে যেখান থেকে এসেছিলো অর্থাৎ নিজ নিজ বাড়ীতে পৌঁছে দিয়ে আসে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হেসেন জানায়,লক ডাউন ভেঙে প্রতি রাতেই সড়ক পথ এবং নৌপথে বিভিন্ন যান- বাহনে করে নানা উপায়ে নিজ নিজ গ্রামের বাড়ীতে ফিরে যাচ্ছে বা ফিরে যাবার চেস্টা করছে।আর তাই এদের যাত্রা থামাতে ফতুল্লা থানা পুলিশ সড়ক ও নৌপথে তাদের টইল বৃদ্ধির পাশাপাশি অতিরিক্ত ভাবে একাধিক টিম কাজ করছে।এরই ধারাবাহিকতায় পলিশ গতকাল শুক্রবার রাত ১২ টা পর্যন্ত ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে ময়মনসিং, হালুয়াঘাট ও কিশোরগঞ্জ যাবার পথে ৫ টি ট্রাক সহ ২০০ জনকে আটক করে।আটককৃতদের বর্তমান ঠিকানায় নিজ নিজ বাড়ীতে পৌছে দিয়ে ট্রাক গুলোকে থানায় নিয়ে আাসা হয়েছে। তিনি আরো বলেন আমার থানা সীমান্ত দিয়ে (ফতুল্লা মডেল থানা এলাকা) যান- বাহনতো দুরের কথা কাউকে পায়ে হেটে ও এলাকা ত্যাগ করতে দিবোনা।
Leave a Reply